পৃথিবীটা সবার
Board – NCERT
Class – VI
Subject – English
Chapter – 9
Story – What Happened to the Reptiles
Writer – Zai Whitaker
এই গল্পটি এই বছর সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। আসুন সংক্ষেপে জেনে নিই, গল্পতে কি ছিল।
“হিন্দু-মুলসিম দাঙ্গায় জ্বলে পুড়ে যাওয়া একটা গ্রামের ছেলে প্রেম পালিয়ে চলে আসে দুরের একটি গ্রামে। এই নতুন গ্রামে এসে সে দেখে সেখানে কোনো দাঙ্গা নেই। সে ঠিক করে, এইখানেই সে বাকি জীবন কাটাবে।
তখন সেই নতুন গ্রামের এক বৃদ্ধ তাকে বলে এই গ্রামটিও আগে এত মনোরম এবং শান্ত ছিল না। বহু যুগ আগে এখানে বসা করত কুমীর, সাপ, কচ্ছপ ইত্যাদি নানা সরীসৃপের দল। যেহেতু কুমীর সব থেকে শক্তিশালী ছিল তাই সে যা বলতো সবাই তাই করতো।
একদিন কুমীর আদেশ দিল, এই গ্রামের সমস্ত কচ্ছপদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। বাকিরা কেউ কোনো প্রতিবাদ করলো না। কচ্ছপ চলে গেল।
কিছু মাস পরে আদেশ এলো এবারে সমস্ত সাপেদের চলে যেতে হবে। কিছু মাস পর গিরগিটি, কিছু মাস পর আরও অন্য কেউ। এভাবে একে একে সবাই ভয়ে গ্রাম ছেড়ে চলে গেল। কুমীর একাই রাজত্ব শুরু করলো সেই গ্রামে এবং জঙ্গলে। কিন্তু কিছু মাস পর বাস্তুতন্ত্রে আঘাত লাগলো। একে একে কুমীরও বিপদে পড়তে শুরু করলো।
অবশেষে কুমীর নিজের ভুল বুঝতে পেরে আবার সবাইকে গ্রামে ফিরে আসতে অনুরোধ করলো। সকলে একে একে ফিরে এলে আবার গ্রাম আগের মত স্বাভাবিক হলো।
বৃদ্ধ এই গল্প শেষ করে সেই পালিয়ে আসা যুবক প্রেমকে জিজ্ঞেস করলো এর থেকে তুমি কি শিখলে ??
প্রেম বললো, আমিও আমার গ্রামে ফিরে যাব এবং এই গল্প সকলকে বলবো। কিন্তু তারা কি আমার মত সাধারণ একজনের কথা শুনবে ??
বৃদ্ধ বললো, না শুনলেও বলে যেতে হবে। বারবার। “
গল্পের শেষ লাইনগুলো হুবহু তুলে দিচ্ছি – Tell these stories again and again, to more and more people. Some of them may laugh at you or say your stories are not true. But the may remember them one day, and understand that each of us has a place in this strange, funny world of ours.
—————————————
কেন সিলেবাস থেকে বাদ হয়ে যায় এই গল্প ?? সিলেবাস থেকে বাদ মানে বহু পড়ুয়া আর এই গল্পটি পড়বে না। ধীরে ধীরে বই থেকেও বাদ পড়ে যাবে, কারো নজরেই আসবে না।
এই গল্প পড়লেই কি কাল থেকে সকলে দাঙ্গা বিরোধী আন্দোলনে সামিল হবে ?? মোটেই না। ছোটবেলায় আমরাও তো দুষ্টু ছেলে রাখাল আর সুবোধ বালক গোপালের গল্প পড়েছি। ক’জন পেরেছি গোপাল হতে ?? সবাই তো সেই রাখাল-ই হলাম। গোপালরা এখন ব্যাকডেটেড। বর্তমানে পিছনে খিস্তি, সামনে তৈলমর্দন করাই তো বুদ্ধিমানের লক্ষণ। নিজের স্বার্থ আগে দেখাই তো ট্রেন্ড।
তবুও এই গল্পগুলো থাকা দরকার। হাজারে অথবা লাখে একজন হলেও তো কেউ থাকবে যে বলবে – পৃথিবীটা সবার।
মূল গল্পটা এখানে পাবেন – Click Here