এই গল্প পড়লেই কি কাল থেকে সকলে দাঙ্গা বিরোধী আন্দোলনে সামিল হবে ?? মোটেই না। ছোটবেলায় আমরাও তো দুষ্টু ছেলে রাখাল আর সুবোধ বালক গোপালের গল্প পড়েছি। ক’জন পেরেছি গোপাল হতে ?? সবাই তো সেই রাখাল-ই হলাম। গোপালরা এখন ব্যাকডেটেড। বর্তমানে পিছনে খিস্তি, সামনে তৈলমর্দন করাই তো বুদ্ধিমানের লক্ষণ। নিজের স্বার্থ আগে দেখাই তো ট্রেন্ড।
তবুও এই গল্পগুলো থাকা দরকার। হাজারে অথবা লাখে একজন হলেও তো কেউ থাকবে যে বলবে – পৃথিবীটা সবার।
রাজনৈতিক
রোজনামচা