সামাজিক

ইউটিউবে বাঙালী পরিচালকেরা কেন নিজেদের চ্যানেল খুলছেন না ?

সকাল সকাল কোনো কাজ ছিল না তাই YouTube এ খানিক ভ্রমণ সেরে এলাম। একটু খোঁজার চেষ্টা করলাম, কত জন বাঙালী পরিচালক নিজের নামে সেখানে চ্যানেল খুলেছে। অনেক নাম চোখে পড়ল। বেশীর ভাগই বা প্রায় সবই দেখলাম, মনের খেয়ালে একদিন খুলেছিল এবং কন্টিনিউ করে নি। দু – একজনের তিনশ সাবস্ক্রাইবার দেখলাম, বাকি সকলের ৫০-এর আশেপাশে। টোটাল […]